ঢাকা-কলকাতাসহ কয়েকটি রোডে ভাড়া নির্ধারণে রুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৬ জুলাই ২০১৭
ফাইল ছবি

ঢাকা থেকে ভারতের কলকাতা, আগরতলা, শিলং, গোয়াহাটিসহ এসব রোডে বাড়তি বাস ভাড়া নির্ধারণে টেন্ডার কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে ওইসব রোডে ভাড়া নির্ধারণে যাত্রীকল্যাণ সমিতির করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া গণপরিবহন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বিআরটিসির চেয়ারম্যান, বিআরটিএর চেয়ারম্যান ও উপ-পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।

বুধবার হাইকোর্টের বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।

এফএইচ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।