দুর্নীতির দুই মামলায় খালেদার পরবর্তী শুনানি ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২২ এএম, ২৪ জুলাই ২০১৭
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৭ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

সোমবার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে মামলার প্রধান তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক নূর আহমেদ চ্যারিটেবল মামলায় আবারও সাক্ষ্য দেন।

তার সাক্ষ্য শেষে আইনজীবীরা জেরা করেন। জেরা শেষ না হওয়ার কারণে পরবর্তী জেরার জন্য ২৭ জুলাই দিন ধার্য করেন আদালত। অপরদিকে জিয়া অরফানেজ মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য একই দিন ধার্য করা হয়েছে।

জেএ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।