বাদ জুমা ট্রাইব্যুনালের চেয়ারম্যানের জানাজা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫১ পিএম, ১৩ জুলাই ২০১৭

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের প্রথম জানাজা সুপ্রিম কোর্ট চত্বরে অনুষ্ঠিত হবে। শুক্রবার বাদ জুমা জানাজা অনুষ্ঠিত হবে বলে সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে। পরে জুরাইন কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। জানাজা এবং দাফনের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ট্রাইব্যুনালের কর্মকর্তা মেহেদী হাসান।

ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন নিসন্তান।

হাইকোর্ট বিভাগের বিচারপতি আনোয়ারুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। শোক জানানোর বিষয় নিশ্চিত করেছেন প্রধান বিচারপতির ব্যক্তিগত সহকারী মো. আনিসুর রহমান।

এদিকে বিচারপতি আনোয়ারুল হকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

ট্রাইব্যুনালের চেয়ারম্যানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, সৈয়দ হায়দার আলী ও ব্যারিস্টার তুরিন আফরোজ। শোক জানিয়েছেন তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান ও জ্যেষ্ঠ কর্মকর্তা এম. সানাউল হক মিয়া। তারা বিচারপতি আনোয়ারুল হকের রুহের মাগফেরাত কামনা করেন।

বিভিন্ন অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য বিচারপতি আনোয়ারুল হককে সিঙ্গাপুরে নেয়া হয়। কিছুটা সুস্থ হলে গত বুধবার (৫ জুলাই) দেশে ফেরেন তিনি। তারপর অসুস্থ হলে ওইদিনই তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল ইসলাম ঝিনুক জানান, এর আগে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হয়েছিল। সেখানে কিছুটা সুস্থ হওয়ার পর তাকে দেশে আনা হয়। ওইদিনই ফের অবস্থার অবনতি হলে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। এরপর আজ (বৃহস্পতিবার) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর বিচারপতি আনোয়ারুল হককে চেয়ারম্যান হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব দেয়া হয়। সেদিন থেকে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।

এফএইচ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।