৫৭ ধারায় মামলা : আগাম জামিন পেলেন সাংবাদিক হেলাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৯ এএম, ১১ জুলাই ২০১৭

তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলায় দৈনিক সকালের খবরের সাংবাদিক আজমালুল হক হেলালের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার জামিন সংক্রান্ত এক আবেদন শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণাদেব নাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে সাংবাদিক হেলালের পক্ষে শুনানি করেন আইনজীবী শম রেজাউল করিম। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শামিমা ইসলাম।

গত ৭ জুলাই (শুক্রবার) পিরোজপুরের সংসদ সদস্য রুস্তম আলীকে নিয়ে লেখা একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করাকে কেন্দ্র করে মঠবাড়িয়া থানায় তথ্যপ্রযুক্তি আইনে এ মামলা দায়ের করা হয়। এর প্রেক্ষিতে সাংবাদিক হেলালের আগাম জামিনের আবেদন করেন।

এফএইচ/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।