বাবার পা ধরে মাফ চাইলেন ইভান


প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৭ জুলাই ২০১৭

সাত দিনের রিমান্ড শুনানির জন্য যখন বনানীর ধর্ষণ মামলার আসামি বাহাউদ্দিন ইভানকে আদালতের কাঠগড়ায় রাখা হয় তখন ইভান তার বাবা বোরহান উদ্দিনের পা ধরে মাফ চেয়েছেন। সে সময় ইভান ও তার বাবা কেঁদে ফেলেন।

পা ধরে ইভান বলেন, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এ কাজ করি নাই। ষড়যন্ত্রের শিকার। উত্তরে বাবা বলেন। আমি জানি তুমি এ কাজ করনি। যদি অপরাধ করে থাকো তাহলে শাস্তি পাবে। না করে থাকলে আল্লাহ তোমাকে বাঁচাবে। এখন আল্লার কাছে দোয়া কর।

উল্লেখ্য, জন্মদিনের কথা বলে বনানীর ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন ব্যবসায়ীর ছেলে বাহাউদ্দিন ইভান। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে বলে বনানী থানায় এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ধর্ষণের বিষয়ে ‘মুখ খুললে’ইন্টারনেটে আপত্তিকর ভিডিও ছেড়ে দেয়ার হুমকিও দেয়া হয়। পরে বনানী থানায় একটি মামলা দায়ের করেন ওই তরুণী।

জেএ/এমআরএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।