এবার সমঝোতা না করে আসলে কারাগারে : সানিকে বিচারক


প্রকাশিত: ০৩:১৫ পিএম, ০৬ জুলাই ২০১৭

এবার নাসরিন সুলতানার সঙ্গে যৌতুকের জন্য মারধরের ঘটনায় দায়ের করা মামলায় সমঝোতা না করে আসলে ক্রিকেটার আরাফাত সানিকে কারাগারে পাঠিয়ে দেবেন বলে জানান বিচারক।

বৃহস্পতিবার জামিনের মেয়াদ শেষ হওয়ায় ফের জামিনের জন্য আবেদন করেন সানি। এদিকে নাসরিন সুলতানা সমঝোতা হয়নি বলে তার জামিন বাতিলের আবেদন করেন।

এ পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ক্রিকেটার সানির জামিনের মেয়াদ ১৭ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছেন। এসময় বিচারক বলেন, এবার সমঝোতা না করে আসলে জামিন বাতিন করে কারাগারে পাঠিয়ে দেব। কারাগারে ১০ থেকে ১২ দিন থাকলে সব কিছুই ঠিক হয়ে যাবে।

গত ৯ মার্চ সমঝোতা করবেন- এ শর্তে আরাফাত সানিকে এক মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত। এর পরও চারটি ধার্য তারিখেও নাসরিনের সঙ্গে কোনো প্রকার সমঝোতা করেতে পারেননি সানি।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ঢাকার ৪নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুকের জন্য মারধরের অভিযোগে ক্রিকেটার আরাফাত সানি ও তার মা নারগিস আক্তারের বিরুদ্ধে তৃতীয় মামলা করেন তার স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা। আদালত পরবর্তীতে মামলাটি এজাহার হিসেবে নেয়ার জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন। ৮ ফেব্রুয়ারি আরাফাত সানি ও তার মা নারগিস আক্তারের বিরুদ্ধে দায়ের করা মামলাটি এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করে মোহাম্মদপুর থানা পুলিশ। বর্তমানে মামলাটি তদন্তাধীন। নাসরিন সুলতানার দায়ের করা মামলায় ২২ জানুয়ারি গ্রেফতার হন সানি। ৫৩ দিন কারাগারে থাকার পর ১৫ মার্চ জামিনে মুক্তি পান।

জেএ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।