ডা. ইকবালসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


প্রকাশিত: ০৫:১৬ পিএম, ০২ জুলাই ২০১৭

মানহানির অভিযোগে দায়ের করা মামলায় প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগ সাংসদ ডা. এইচ বি এম ইকবালসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সমনের জবাব দিতে আদালতে হাজির না হওয়ায় রোববার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরি এ পরোয়ানা জারি করেন।

অপর দুই আসামি হলেন- প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ খান এবং ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশিদ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা অন্যায়ভাবে ব্যাংকের নির্ধারিত সুদের হার না মেনে বাদীর প্রতিষ্ঠান থেকে ১৩ শতাংশের জায়গায় ১৮ শতাংশ হারে সুদ, পেনাল্টি সুদ, মনিটরিং ফি এবং অনেক রকমের ভুয়া চার্জ কেটে নেয়।

বাদী ঋণ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে ও অর্থঋণ আদালতে মামলার পরও তার সম্পত্তির ওপর নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এতে বাদীর ২০০ কোটি টাকার মানহানি হয়েছে বলে ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডের পান্না স্পিনিং মিলস লিমিটেডের পরিচালক আমিনুর রহমান এ মামলাটি দায়ের করেন।

জেএ/এএইচ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।