বাড্ডা থানার ওসির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা


প্রকাশিত: ০৭:১৪ এএম, ১১ জুন ২০১৭

চাঁদা দাবির অভিযোগে রাজধানীর বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক গৃহিনী। আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

রোববার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন নুরুন নাহার নাছিমা বেগম।

মামলার অপর আসামিরা হলেন- বাড্ডা থানার এএসআই শাহীন, দ্বীন ইসলাম, এএসআই আব্দুর রহিম, জৈনিক জাহানারা রশিদ, রোকেয়া রশিদ, আতাউর রহমান কাইচার ও শুকুর আলী।

এ ছাড়া মামলায় বাড্ডা থানার তিন কনস্টেবলসহ সিভিল পোশাকের আরও অজ্ঞাত ৫/৭ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৭ সালের ২৬ মে বাড্ডা ধানাধীন মামলার বাদীর ফ্ল্যাটে তালা লাগিয়ে চাবি নিয়ে যান মামলার আসামিরা। বাদী চাবি ফেরত চাইলে এএসআইর মাধ্যমে আসামিরা নুরুন নাহার নাছিমা বেগমের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

জেএ/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।