বাড়ি নিয়ে মওদুদের করা রিটের পরবর্তী শুনানি ২ জুলাই


প্রকাশিত: ০৯:২৮ এএম, ০৮ জুন ২০১৭

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক ‘বিনা নোটিশে’ গুলশানের বাসা থেকে উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের করা রিটের বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২ জুলাই।

বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি মুলতবি (স্ট্যান্ড ওভার) করে আদালত পরবর্তী শুনানির জন্য ২ জুলাই দিন নির্ধারণ করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে মওদুদের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদিন।

শুনানি শুরুর পর আদালত জানতে চান, আপনারা অর্ডার চান না রুল চান? যদি অর্ডার চান তবে উভয় পক্ষকে শুনতে হবে।

অ্যাটর্নি জেনারেল এর বিরোধিতা করলে আদালত শুনানি মুলতবি করেন।

গুলশানের বাসা থেকে উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার সকালের দিকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মওদুদ আহমদ নিজেই একটি রিট দায়ের করেন। তার আগে বুধবার গুলশানে-২ এর ১৫৯ নম্বর প্লটের বাসায় অভিযান চালিয়ে বাসার দখল নেয় রাজউক।

এরপর বৃহস্পতিবার মওদুদ যে রিটটি করেছেন সেখানে গুলশানের বাসা থেকে উচ্ছেদের বৈধতা ও নোটিশ না দেয়ার কারণ জানতে চাওয়া হয়েছে।

বাড়ি উচ্ছেদের বিষয়ে মওদুরের অভিযোগ, ‘মূল কথা হলো আমি রাজনীতি করি। বর্তমানে বিরোধী দলে আছি বলে এই অবস্থা। বিরোধী দলে না থাকলে এমন হতো না। ৩৬ বছর ধরে আমি এই বাড়িতে আছি। আমি এখন নিরূপায়।’

তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, সর্বোচ্চ আদালতের নির্দেশেই বিএনপি নেতা মওদুদ আহমেদকে বাড়ি ছাড়তে হয়েছে। এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

এফএইচ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।