ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ


প্রকাশিত: ০৯:২৮ এএম, ২৫ মে ২০১৭

ইংলিশ মিডিয়াম স্কুলের সেশন চার্জ বাতিল ঘোষণা করে ২০ দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। ২০ দফার ওপর ভিত্তি করে এক মাসের মধ্যে একটি সার্কুলার জারি করতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে। একই সঙ্গে দেশের সব ক’টি ইংলিশ মিডিয়াম স্কুলে ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

পৃথক দুটি রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে যে পর্যবেক্ষণগুলো দেয়া হয়েছে তার মধ্যে রয়েছে- সারাদেশে প্রতিটি ইংলিশ মিডিয়াম স্কুলে ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।

ক্লাস ওয়ান থেকে টুতে ভর্তিতে নির্ধারিত বয়স কত হবে তা ম্যানেজিং কমিটিকে নির্ধারণ করে দিতে হবে। সেই সঙ্গে প্রতি ক্লাসে একজন ছাত্রের মাথাপিছু কত টাকা খরচ হয় তার তথ্য দিতে হবে স্কুলের ওয়েবসাইটে ও অভিভাবককে।

স্বাধীনতা ও বিজয় দিবসের মতো দেশের গুরুত্বপূর্ণ দিবসগুলো গুরুত্ব সহকারে পালন করতে হবে।

তিন মাসের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে এগুলো বাস্তবায়ন করতে হবে এবং ছয় মাস পর শিক্ষা সচিবকে এ বিষয়ে আদালতকে জানানোর বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

রিটকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এসব তথ্য জানিয়েছেন।

এফএইচ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।