দুর্নীতি মামলায় রানাসহ ১২ জনের বিচার শুরু
নকশাবহির্ভূত রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি মামলায় সোহেল রানাসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচারকার্য শুরু হলো। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ জুলাই দিন ধার্য করেন আদালত।
রোববার ঢাকা বিভাগীয় স্পেশাল জজ এম আতোয়ার রহমান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার পিপি অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় অভিযুক্ত ১৮ জনের মধ্য থেকে ছয়জনকে অব্যাহতি দেয়া হয়।
জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন রানা প্লাজা ধসে পড়লে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে এক হাজার ১৩৫ জন নিহত এবং দেড় হাজারেরও বেশি মানুষ আহত হন।
নিহতদের মধ্যে ২৯১ জনের পরিচয় পাওয়া যায়নি। যাদের সবাই ওই ভবনের পাঁচটি পোশাক কারখানায় কাজ করতেন। ঘটনার পরপরই ভবন নির্মাণে দুর্নীতির অনুসন্ধানে নামে রাষ্ট্রীয় দুর্নীতি-বিরোধী সংস্থা দুদক। নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে ২০১৪ সালের ১৫ জুন সাভার থানায় ১৭ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়।
ভবনটি সোহেল রানার বাবার নামে হওয়ায় ওই সময় মূল অভিযুক্ত সোহেল রানাকে বাদ দিয়েই তার বাবা-মাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। তদন্তে সোহেল রানাই ভবনের মূল দেখভালকারী প্রমাণিত হলে অভিযোগপত্রে তাকে অন্তর্ভুক্ত করা হয়।
মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক এস এম মফিদুল ইসলাম ওই বছরের ১৬ জুলাই সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় অভিযোগপত্র জমা দেন।
এ মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এম আতোয়ার রহমান গত বছরের ৬ মার্চ দুদকের দেয়া এ অভিযোগপত্রে ত্রুটি থাকায় পুনরায় তদন্তের নির্দেশ দেন।
পুনঃতদন্ত শেষে চলতি বছরের শুরুতে ফের একই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদক।
জেএ/বিএ/এমএস