১১ গাড়ি পেলেন নিম্ন আদালতের বিচারকরা


প্রকাশিত: ০১:১২ পিএম, ১৮ মে ২০১৭

নিম্ন আদালতের বিচারকদের নতুন ১১টি গাড়ি দেয়া হয়েছে। এর মধ্যে পাঁচটি প্রাইভেটকার ও ছয়টি মাইক্রোবাস। গাড়িগুলোর মোট দাম ৩ কোটি ৯৪ লাখ ৮৫ হাজার টাকা।

বৃহস্পতিবার আইনমন্ত্রী সচিবালয়ে চার নম্বর ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে গাড়িগুলোর চাবি তুলে দেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জানানো হয়, আজ নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, জয়পুরহাট, পটুয়াখালী ও ঝিনাইদহ জেলা জজ আদালতকে দেয়া হয়েছে মাইক্রোবাস।

এছাড়া যশোর ও নেত্রকোনা জেলা জজ আদালত, ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১, চট্টগ্রামের প্রশাসনিক ট্রাইব্যুনাল ও কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ ট্রাইব্যুনাল পেয়েছে প্রাইভেটকার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমইউএইচ/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।