১১ গাড়ি পেলেন নিম্ন আদালতের বিচারকরা


প্রকাশিত: ০১:১২ পিএম, ১৮ মে ২০১৭

নিম্ন আদালতের বিচারকদের নতুন ১১টি গাড়ি দেয়া হয়েছে। এর মধ্যে পাঁচটি প্রাইভেটকার ও ছয়টি মাইক্রোবাস। গাড়িগুলোর মোট দাম ৩ কোটি ৯৪ লাখ ৮৫ হাজার টাকা।

বৃহস্পতিবার আইনমন্ত্রী সচিবালয়ে চার নম্বর ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে গাড়িগুলোর চাবি তুলে দেন।

অনুষ্ঠানে জানানো হয়, আজ নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, জয়পুরহাট, পটুয়াখালী ও ঝিনাইদহ জেলা জজ আদালতকে দেয়া হয়েছে মাইক্রোবাস।

এছাড়া যশোর ও নেত্রকোনা জেলা জজ আদালত, ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১, চট্টগ্রামের প্রশাসনিক ট্রাইব্যুনাল ও কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ ট্রাইব্যুনাল পেয়েছে প্রাইভেটকার।

এমইউএইচ/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।