বিচারকদের চাকরিবিধি : গেজেট প্রকাশে আরও সময়


প্রকাশিত: ০৩:৩৩ এএম, ১৫ মে ২০১৭

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশের জন্য সরকারকে আরও দুই সপ্তাহ সময় দিয়েছেন সর্বোচ্চ আদালত।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সোমবার সময়ের আবেদন করলে প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদ্যসের আপিল বিভাগের বেঞ্চ তা মঞ্জুর করেন।

এর আগেও গেজেট প্রকাশে দফায় দফায় সময় নেয় সরকার। ৮ মে শেষবারের মতো আবারও সময় পায় রাষ্ট্রপক্ষ। নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে ২০১৬ সালের ১২ ডিসেম্বর তলবও করেছিলেন আপিল বিভাগ।

৮ মে’র শুনানিতে অসন্তোষ প্রকাশ করেন আপিল বিভাগ। সেদিনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বিধিমালা গেজেট আকারে প্রকাশে আরও সময় চাইলে আদালত বলেছিলেন, গত আড়াই বছরেও শৃঙ্খলাবিধি হয়নি, আড়াই হাজার বছরেও হয়নি। পরে শৃঙ্খলাবিধি প্রণয়নে আরও এক সপ্তাহ সময় দেন আপিল বিভাগ।

অসন্তোষ প্রকাশ করে আদালত বলেন, নিউ ইয়র্ক থেকে টোকিওর দূরত্ব কত? সুপ্রিম কোর্ট থেকে গণভবন এবং বঙ্গভবনের দূরত্ব তার চেয়েও বেশি।

জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, এক সপ্তাহ সময় দেন, এর মধ্যে হয়ে যাবে।

তখন আদালত বলেন, আপনার চাওয়া নেগেটিভ, আমাদের চাওয়া পজেটিভ।

এফএইচ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।