১৮ মে পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত চলবে


প্রকাশিত: ০৮:৩১ এএম, ১৪ মে ২০১৭
প্রতীকী ছবি

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় আগামী ১৮ মে  (বৃহস্পতিবার) পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত। রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

এ ছাড়া আগামী ১৮ মে এ বিষয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে।

চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। অন্যদিকে রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে গত বৃহস্পতিবার রায় দেন হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ। ভ্রাম্যমাণ (মোবাইল কোর্ট) আদালতে সাজাপ্রাপ্ত পৃথক তিন ব্যক্তির দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে ওই রায় আসে।

ওই রায় স্থগিত চেয়ে আজ (রোববার) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

এফএইচ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।