শাহাবুদ্দীন নাগরীর জামিন নামঞ্জুর


প্রকাশিত: ১১:২৮ এএম, ০৬ মে ২০১৭

ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলায় কবি শাহাবুদ্দীন নাগরীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

শনিবার তিনদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার তদন্তকারী অফিসার। এ সময় মামলার তদন্ত শেষে না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি।

অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরি জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার হত্যার কথা স্বীকার করে ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নিহতের স্ত্রী সুমি।

২ মে শাহাবুদ্দীন নাগরীর ও নিহতের স্ত্রী সুমিকে ফের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ। এর আগে গত ২৩ এপ্রিল নাগরী ও নিহতের স্ত্রী সুমির বিরুদ্ধে চারদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম। একই দিন মামলার অপর আসামি গাড়িচালক সেলিমকে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া ১৭ এপ্রিল হত্যা মামলার এই তিন আসামিকে পাঁচদিন করে রিমান্ডের আদেশ দেন আদালত।

গত ১৩ এপ্রিল রাজধানীর এলিফ্যান্ট রোডের ১৭০/১৭১ ডোম-ইনো অ্যাপার্টমেন্টে নিজ বাসায় খুন হন ব্যবসায়ী নুরুল ইসলাম। এ ঘটনায় গত ১৪ এপ্রিল নিহতের বোন শাহানা রহমান কাজল বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলা করেন।

মামলায় নিহতের স্ত্রী সুমি, স্ত্রীর বন্ধু কবি শাহাবুদ্দিন নাগরীসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। পরে ১৭ এপ্রিল নাগরীকে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

জেএ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।