অস্ট্রেলিয়ান হাইকমিশনে হুমকি : তৌসিফ ৩ দিনের রিমান্ডে


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২৮ এপ্রিল ২০১৭

ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনে হুমকি দেয়ার ঘটনায় গুলশান থানায় তথ্যপ্রযুক্তি ও পেনালকোড আইনে দায়ের করা মামলায় হুমকিদাতা তৌসিফ হোসেনকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকতা এসআই আসাদুজ্জামান। শুনানি শেষে মহানগর হাকিম ওয়ায়েজকুরনি খান চৌধুরী তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, বৃহস্পতিবার রাতে রাজধানীর বনশ্রী থেকে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তৌসিফ হোসেনকে আটক করে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ এপ্রিল) একটি অজ্ঞাত ই-মেইল থেকে পাঠানো বার্তায় ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়।

ওই ই-মেইল বার্তায় হাইকমিশনারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা না দিলে বোমা মেরে কার্যালয় উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়।

জেএ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।