নওগাঁর শতবর্ষী করোনেশন হলে মার্কেট নির্মাণে নিষেধাজ্ঞা


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১৩ এপ্রিল ২০১৭

মহাত্মা গান্ধী ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত নওগাঁর ঐতিহ্যবাহী করোনেশন হল ভেঙে মার্কেট নির্মাণের উপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে সংস্কৃতি সচিব, প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক, নওগাঁর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ছয়জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন জানান, ১৯১৬ সালে প্রতিষ্ঠিত হওয়া করোনেশন হল মহাত্মা গান্ধী, তারাশঙ্কর বন্দোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরসহ সমকালীন অনেক ব্যক্তিত্ব এখানে আসেন।

ব্রিটিশ ভারত থেকে আজ পর্যন্ত অনেক রাজনৈতিক সম্মেলন হয়েছে এই হলে। ইতিহাস রক্ষা করা হল, মানুষের স্মৃতি রক্ষা করা।

‘স্মৃতি বিজড়িত এই হল অবৈধভাবে দখল করে সম্প্রতি মার্কেট নির্মাণের চেষ্টা করছে করোনেশন হল সোসাইটি নামের একটি সংগঠন। যদিও এই সংগঠনটির সঙ্গে এই হলের মালিকানার কোনো সম্পর্ক নাই। কারণ হলটি দীর্ঘদিন সরকারি মালিকানায় ছিল।’

এই হলের অবৈধ দখল প্রচেষ্টার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল আরেফিন বুধবার হাইকোর্টে রিট দায়ের করেন।

সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত নিষেধাজ্ঞাসহ এ রুল জারি করেন।

এফএইচ/এমআরএম/এমএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।