মানবতাবিরোধী অপরাধে নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান কারাগারে


প্রকাশিত: ০৩:০০ পিএম, ১২ এপ্রিল ২০১৭

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হবিগঞ্জের গজনাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাপকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে ১১ এপ্রিল মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রাম থেকে আবুল খায়ের গোলাপকে গ্রেফতার করে হবিগঞ্জ জেলা পুলিশ। বুধবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৩ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নবীগঞ্জ উপজেলার আতানগিরি গ্রামের রইছ উল্লার স্ত্রী সুকুরি বিবি একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে আবুল খায়ের গোলাপ আল-বদর, আল-শামস ও রাজাকার বাহিনীর সংগঠক ছিলেন। গোলাপের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধের সময় দিনারপুর হাই স্কুলে ক্যাম্প স্থাপন করে বিভিন্ন স্থান থেকে মেয়েদের তুলে এনে ধর্ষণ করতেন।

এফএইচ/জেএইচ/এমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।