হান্নানের প্রাণভিক্ষার আবেদন নাকচের চিঠি কারাগারে


প্রকাশিত: ০৮:৫০ এএম, ১০ এপ্রিল ২০১৭

রাষ্ট্রপতির কাছ থেকে হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানের প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার চিঠি কাশিমপুর কারাগারে পৌঁছেছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার মিজানুর রহমাস বলেছেন, রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন নাকচ করার চিঠি হাতে পেয়েছি। এখন আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

বঙ্গভবন থেকে চিঠিটি আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে ডাকযোগে কারাগারে পৌঁছেছে।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান জানিয়েছেন, আমরা প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়ার কপি পেয়েছি। কিন্তু ফাঁসি কার্যকরের আদেশ এখনো হাতে পাইনি।

আদেশ পেলেই হান্নানসহ ৩ জনের ফাঁসি
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ পেলেই হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ইতোমধ্যে তিনজনের ফাঁসি কার্যকরের প্রস্তুতি শুরু করেছে কাশিমপুর ও সিলেট কারাগার।

গতকালই এ কথা জানান অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল হাসান।

তিনি বলেন, ‘টেলিভিশনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনে আমরা জানতে পেরেছি রাষ্ট্রপতি তাদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন। তবে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো আদেশ পাইনি।’

এআর/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।