ট্যানারির বর্জ্যে ধলেশ্বরী দূষিত হলে ব্যবস্থা : আপিল বিভাগ


প্রকাশিত: ০৯:৩৪ এএম, ০৯ এপ্রিল ২০১৭

রাজধানীর হাজারীবাগ থেকে যেসব কারণে ট্যানারি সাভারে স্থানান্তর করা হচ্ছে তার অন্যতম একটি কারণ বুড়িগঙ্গা দূষণ। ট্যানারিগুলো সাভারে স্থানান্তরের পর তা যদি ধলেশ্বরী দূষিত করে তবে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

রোববার ট্যানারি সংক্রান্ত এক রিভিউ আবেদনের শুনানি শেষে ধলেশ্বরী দূষণের বিষয়ে সাবধান করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ।

আদালতে ট্যানারি মালিকদের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ আমিরুল ইসলাম, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। অপরপক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সাভারে স্থানান্তরিত কারখানাগুলোকে আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ (আদালতের আদেশের অনুলিপি পাওয়ার পর) দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। পাশাপাশি সাভারের পরিবেশ রক্ষার বিষয়টি নিশ্চিত করতে পরিবেশ অধিদফতর ও বিসিককে নির্দেশ দেয়া হয়েছে।

অন্যদিকে হাজারীবাগ থেকে স্থানান্তরের পর কারখানার মালিকরা যদি হাজারীবাগের জায়গা ভিন্ন কোনো কাজে ব্যবহার করতে চান তাহলে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নিতে হবে। ছাড়পত্র অনুযায়ী সেখানে গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ দেয়া যাবে বলেও নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

গত ২ মার্চ হাজারীবাগ থেকে যাওয়া ট্যানারিগুলোর ৩০ কোটি ৮৫ লাখ টাকা বকেয়া জরিমানা দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এ আদেশ স্থগিত চেয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোটার্স অ্যাসোসিয়েশন আবেদন জানায়।

গত ১৯ মার্চ চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দেন।

এ ছাড়া আদালতের নির্দেশ উপেক্ষা করে হাজারীবাগে ট্যানারি চালু রাখায় গত বছর ১৫৪ প্রতিষ্ঠানের মালিককে প্রতিদিন ১০ হাজার টাকা করে জরিমানা নির্ধারণ করে দেন আপিল বিভাগ। পরে মালিকরা এ আদেশের রিভিউ চেয়ে আপিল বিভাগে আবেদন জানান।

দুটি আবেদনই শুনানির জন্য ৩০ মার্চ বৃহস্পতিবারের কার্যতালিকায় আসার পর আদালত বলেছেন, ট্যানারি ‘ক্লোজ ডাউন’ করে আসার পর ৯ এপ্রিল দুটি আবেদনের বিষয়ে শুনানি হবে।

এর মধ্যে ৮ এপ্রিল হাজারীবাগে থাকা ট্যানারিগুলোর গ্যাস, বিদ্যুৎ, পানির লাইন বিচ্ছিন্ন করে দেয় পরিবেশ অধিদফতর। এরপরই আজ আদালত এ আদেশ দিলেন।

সব ট্যানারিকে দিতে হবে ৫০ হাজার টাকা
হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের শর্তে ১৪২ প্রতিষ্ঠানকে ৩০ কোটি টাকা জরিমানা মওকুফ করেছেন আদালত। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে টাকা শ্রম মন্ত্রণালয়ে জমা দেয়ার নির্দেশও দেয়া হয়েছে। আদালত বলেছেন, শ্রমিকদের কল্যাণে এ টাকা দিতে হবে।

একই শুনানিতে এ আদেশ দেয়া হয়েছে। শ্রমিকদের কল্যাণে ওই অর্থ ব্যয় হওয়ার পর যদি অবশিষ্ট থাকে তবে তা লিভার ফাউন্ডেশনে দিতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছেন।

এফএইচ/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।