ব্লগার রাজীব হত্যা : আসামি রানার আপিল শুনানির অনুমতি


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ২৯ মার্চ ২০১৭

ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভন হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানিতে অংশ নেয়ার সুযোগ পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রেদোয়ানুল আজাদ রানা। তার আবেদন মঞ্জুর করে হাইকোর্ট আপিল শুনানির এ সুযোগ দিয়েছেন।

বুধবার হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ন্যায়বিচারের স্বার্থে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রেদোয়ানুল আজাদ রানাকে এ সুযোগ দেয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করেছেন।

আদালতের রানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. আবদুন নূর দুলাল। শুনানিতে তিনি বলেন, এ মামলার প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী নেই। শুধু কয়েকজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে রানাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এ ধরনের জবানবন্দির ভিত্তিতে একজন আসামিকে সর্বোচ্চ শাস্তি দেয়া যায় না।

দুলাল আরও বলেন, মামলার এজাহারে রানার কোনো নাম ছিল না। তিনি মালয়েশিয়া ছিলেন। এজাহারে যদি নাম থাকত এবং এরপর তিনি দেশের বাইরে যেতেন তাহলে তাকে পলাতক বলা যেত।

অপরদিকে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক বলেন, আসামির আইনজীবী যেসব যুক্তি দেখিয়েছেন তা নতুন কিছু নয়। এগুলো ইতোপূর্বে মামলার শুনানিতে উপস্থাপিত হয়েছে। প্রত্যক্ষদর্শী সাক্ষী না থাকলেও ঘটনার পারিপার্শ্বিক সাক্ষ্য ও জবানবন্দির ভিত্তিতেই বিচারিক আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন। এটা বহাল রাখাই শ্রেয়।

গত ৯ জানুয়ারি হাইকোর্ট ২২ কার্যদিবস শুনানি গ্রহণ করে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। রায় অপেক্ষমাণ থাকা অবস্থায় গত ফেব্রুয়ারি মাসে মামলার পলাতক আসামি রানাকে গ্রেফতার করে পুলিশ। এরপর রানার আইনজীবী আবদুন নূর দুলাল ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে সুযোগ দেয়ার জন্য ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারায় আবেদন করেন।

বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ শুনানির সুযোগ দানের প্রশ্নে রুল জারি করেন। ওই রুলটি হাইকোর্টে এই বেঞ্চে পাঠানো হয়। আজ (বুধবার) হাইকোর্ট রুলের ডেথ রেফারেন্সে অংশগ্রহণ মঞ্জুর করে রানার আবেদন শুনানির সুযোগ দেন।

এফএইচ/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।