ইইউ প্রতিনিধিদলের সঙ্গে খালেদার বৈঠক সন্ধ্যায়


প্রকাশিত: ০৭:১২ এএম, ২৯ মার্চ ২০১৭

বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার সন্ধ্যা ৭টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শ্রম অধিকার রক্ষা ও পোশাক খাতের সার্বিক পরিস্থিতি দেখতে তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকায় এসেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের ৪ সদস্য।

ইউরোপীয় পার্লামেন্টের ৪ সদস্য হলেন লিন্ডা ম্যাকাভেন, আর্নে লেইতজ, নোবার্ট নুয়েসার ও অ্যাগনেস জনজেরিয়ুস। তিন দিনের সফরে তারা বিজিএমইএ ছাড়াও আলোচনা করবেন ট্রেড ইউনিয়ন, অ্যাকর্ড ও আইএলওর প্রতিনিধিদের সঙ্গে।

এছাড়া তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও আলোচনা করবেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা কয়েকটি পোশাক কারখানা ঘুরে দেখবেন।

এমএম/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।