সব আদালতের নিরাপত্তা নিশ্চিতে সুপ্রিম কোর্টের সার্কুলার


প্রকাশিত: ০৬:৫০ এএম, ২৭ মার্চ ২০১৭

সারাদেশের আদালত, বিচারকদের বাসভবন ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত  করার জন্য সার্কুলার জারি করেছেন সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত সার্কুলারটি ২৩ মার্চ জারি করা হয়। তবে এটির বিষয়ে জানা গেলে সোমবার।

coutrমন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের আইজি ও র্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ২৮ দফতরে এই সার্কুলার পাঠানো হয়।

নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে সার্কুলারে।

নির্দেশনায় বলা হয়, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার উদ্বেগ থাকার কারণে তার পরামর্শক্রমে এই সার্কুলার জারি করা হয়।

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন।

এফএইচ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।