গৃহকর্মী গুম : রাজউক প্রকৌশলীকে হাইকোর্টে তলব


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ১৩ মার্চ ২০১৭

খাদিজা খাতুন (১২) নামে এক গৃহকর্মীকে গুমের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাময়িক বরখাস্ত প্রকৌশলী আসাদুজ্জামানকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ৪ এপ্রিল তাকে সশরীরে আদালতে হাজির হয়ে গৃহকর্মী গুমের কারণ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
একইসঙ্গে কিশোরীর বাবার করা সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে গাজীপুরের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন আদালত।

পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন আমলে নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচাপরতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

এর আগে গত ৫ মার্চ একটি পত্রিকায় ‘রাজউক প্রকৌশলী আসাদুজ্জামানের কারিশমা! কিশোরী গৃহকর্মীকে ৩ মাস গুম করে রাখার অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। আজ ওই প্রতিবেদনটি আদালতের নজরে আনেন আইনজীবী শাহানারা বেগম।

ওই প্রতিবেদনে বলা হয়, কিশোরী গৃহকর্মীকে রাজধানীর পান্থপথের একটি বাসা থেকে গৃহকর্তা কর্তৃক গত তিন মাস ধরে রহস্যজনক কারণে গুম করে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত গৃহকর্তা বহুল আলোচিত রাজউক প্রকৌশলী আসাদুজ্জামান তার বাসার কাজের মেয়ের সন্ধান চাইলে নানা রকম টালবাহান শুরু করেছেন। এমনকি, এ নিয়ে পুলিশে অভিযোগ ‘না’দিতে কড়া ভাষায় নিষেধ করেছেন নিখোঁজ গৃহকর্মীর পরিবারকে।

এদিকে, দীর্ঘদিন ধরে মেয়ের কোনো সন্ধান পাচ্ছেন না হতদরিদ্র বাবা আব্দুল আজিজ খান। সন্তানের শোকে হতাশ হয়ে পড়েছেন তিনি। ফলে বাধ্য হয়ে তিনি জয়দেবপুর থানায় একটি জিডি করেছেন।

এফএইচ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।