জামায়াত-হেফাজতের ২৪ নেতার বিরুদ্ধে পরোয়ানা
রাজধানীর শাহবাগ থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় জামায়াত-হেফাজতের ২৪ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।
পরোয়ানাভুক্ত জামায়াতের উল্লেখযোগ্য আসামিরা হলেন- জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম, সেলিম উদ্দিন, সাবেক এমপি হামিদুর রহমান আজাদ।
হেফাজতের উল্লেখযোগ্য আসামিরা হলেন- হেফাজত নেতা আব্দুল লতিফ নিজামী, মুফতি ফয়জুল্লাহ, মুফতি ওয়াক্কাস, মুফতি ইসহাক, আব্দর রফ ইউসুফি।
উল্লেখ্য, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি শাহবাগ থানা এলাকায় শহীদ মিনার ও গণজাগরণ মঞ্চ ভাঙচুর করার উদ্দেশে দলবদ্ধ হয়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করে পুলিশ।
২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর শাহবাগ থানার এসআই সুব্রত গোলদার জামায়াত নেতা রফিকুল ইসলামসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাংবাদিক মাহমুদুর রহমানসহ ৫ জন জামিনে আছেন।
জেএ/জেএইচ/জেআইএম