জামিন পেলেন আরাফাত সানির মা


প্রকাশিত: ০৬:২৮ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির মা নার্গিস আক্তারকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সানির মা নার্গিস আক্তার আইনজীবী মুরাদুজ্জামান মুরাদের মাধ্যমে ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এসএম মাসুদ জামান তার জামিন আবেদন মঞ্জুর করেন।

সানির মায়ের আইনজীবী মুরাদুজ্জামান মুরাদ জাগো নিউজকে বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলায় ক্রিকেটার আরাফাত সানির মা আত্মসর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

গত ১ ফেব্রুয়ারি ঢাকার ৪ নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুকের জন্য মারধরের অভিযোগে ক্রিকেটার আরাফাত সানি ও মা নার্গিস আক্তারের বিরুদ্ধে তৃতীয় মামলা করেন তার স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা।

এরপর আদালত মামলাটি এজাহার হিসেবে নেয়ার জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন। ৮ ফেব্রুয়ারি আরাফাত সানি ও তার মা নার্গিস আক্তারের বিরুদ্ধে দায়ের করা মামলাটি এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করে মোহাম্মদপুর থানা।

জেএ/জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।