স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের বৈতন বৈষম্য দূর করার নির্দেশ


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক কর্মচারীদের বেতনের সরকারি অংশের বৈষম্য দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।একইসঙ্গে বেতন বৈষম্য দূরীকরণে মন্ত্রণালয়ে শিক্ষকদের দে্য়া আবেদন ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেয়া হয়।শিক্ষাসচিবকে এসব নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

মঙ্গলবার এ সংক্রান্ত এক আবেদনের শুনানির পর হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।  আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির ও অ্যাডভোকেট মো. আল আমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

আইনজীবী মো. হুমায়ন কবির সাংবাদিকদের জানান, সংযুক্ত এবতেদায়ী মাদরাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা এক হলেও তাদের মধ্যে বেতন-ভাতাদির সরকারি অংশ প্রদানের ক্ষেত্রে ব্যাপক বৈষম্য রয়েছে। সংযুক্ত এবতেদায়ী মাদরাসায় কর্মরত শিক্ষকদের সরকারের পক্ষ থেকে ৯ হাজার ৯শ’ ১৮ টাকা বেতন দেয়া হলেও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার শিক্ষকদের মাত্র ১ হাজার ২০০ টাকা দেয়া হয়, যা আইনের দৃষ্টিতে কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

এই বেতন বৈষম্য দূরীকরণে ব্যবস্থা নিতে ২০১৬ সালের ৭ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেন নীলফামারীর ডিমলা উপজেলার শহীদুল্ল্যাহ বালিকা এবতেদায়ী মাদরাসার ৪ জন শিক্ষক।কিন্তু এ বিষয়ে কোন পদক্ষেপ না নেয়ায় হাইকোর্টে রিট করেন শহীদুল্ল্যাহ বালিকা এবতেদায়ী মাদরাসার মো: শহিদুল ইসলামসহ ৪ জন শিক্ষক। ওই রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এফএইচ/ওআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।