চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম স্থগিত


প্রকাশিত: ০৮:০৯ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৭

চট্টগ্রাম মহানগরের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর  মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিতে পাঁচজনের বিষয়ে অভিযোগ তুলে গেল ৫ জানুয়ারি রিট করেন গ্রুপ কমান্ডার এসএম মাহবুবুল আলম ও মো. মঞ্জুর মিয়া।

ওই রিটের শুনানি শেষে আজ আদেশ দিলেন আদালত।

এফএইচ/এমআরএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।