আশকোনায় আত্মসমর্পণকারী দুই নারীর জবানবন্দি
রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানকালে আত্মসমর্পণকারী দুই নারী জেবুন্নাহার শীলা ও তৃষা মণি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ।
সোমবার ছয়দিনের রিমান্ড শেষে তাদের ঢাকা সিএমএম আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী অফিসার পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক সাইদুর রহমান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে জেবুন্নাহার শীলা ও ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে তৃষা মণি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে গত ২ জানুয়ারি ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য আরও ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যপ্রদ সিকদার প্রত্যেককে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৬ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা তাদের প্রত্যেকের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আশকোনার ওই ঘটনায় গত বছরের ২৫ ডিসেম্বর দক্ষিণখান থানার উপ-পরিদর্শক এসআই শাহিনুল ইসলাম বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।
মামলার আসামিরা হলেন- জেবুন্নাহার শিলা, তৃষা মণি, শাকিরা, সামিনা, আফিফা কাদেরী, মাঈনুল ইসলাম, রাশেদুর রহমান, সেলিম ও ফিরোজ। মামলায় অজ্ঞাত তিন-চারজনকে আসামি করা হয়।
গত ২৪ ডিসেম্বর রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকার সূর্য ভিলা নামক একটি বাড়িতে ‘অপারেশন রিপোল টুয়েন্টিফোর’ চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এতে দুই জঙ্গি নিহত হয় এবং দুই নারী আত্মসমর্পন করে।
জেএ/এমএমজেড/জেআইএম