হেফাজতের তাণ্ডব : এলান ও আদিলুরের বিরুদ্ধে মামলা চলবে


প্রকাশিত: ০৭:০৫ এএম, ০৯ জানুয়ারি ২০১৭
ফাইল ছবি

মানবাধিকার সংস্থা অধিকারের পরিচালক এএসএম নাসিরউদ্দিন এলান  ও সম্পাদক আদিলুর রহমান খান শুভ্রর বিরুদ্ধে হেফাজতের তাণ্ডব চালানোর ঘটনা বিকৃত করার অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলার সংক্রান্ত আপিল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তাদের বিরুদ্ধে বিচারিক (নিম্ন) আদালতে মামলা চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বিচারিক আদালতে অবিযোগ গঠনের বিরুদ্ধে করা আপিল খারিজ করে সোমবার হাইকের্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।

২০১৩ সালের ৪ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আশরাফুল আলম আদিলুর ও এলানের বিরুদ্ধে অভিযোগ জমা দেন।

অভিযোগ থেকে জানা গেছে, আসামিরা তাদের পরিচালনাধীন ‘অধিকার’ নামে মানবাধিকার সংস্থার মাধ্যমে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে ৬১ জনের মৃত্যু সম্পর্কে বানোয়াট ও মিথ্যা তথ্য সম্বলিত প্রতিবেদন তৈরি ও প্রচার করে। এতে দেশ-বিদেশে রাষ্ট্রের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়।

২০১৩ সালের ৫ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতের বিচারক বিকাশ কুমার সাহা মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠান।

২০১৪ সালের ৮ জানুয়ারি তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিল ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম। এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করার পর মামলা স্থগিতের আদেশ দেন উচ্চ আদালত। পরে এ আপিলের শুনানি শেষে রোববার আপিল খারিজ করে দেন।

এফএইচ/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।