রোহিঙ্গা গণহত্যা বন্ধে মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি


প্রকাশিত: ০৮:১০ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৬

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা, নির্যাতন-নিপীড়ন ও গণহত্যা বন্ধে ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দিয়েছে ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিল।

মঙ্গলবার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে একত্রিত হয়ে স্মারকলিপি দেন সুপ্রিম কোর্টের আইনজীবীদের এ সংগঠন।

এতে নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এসএম জুলফিকার আলী জুনু। উপস্থিত ছিলেন- মোসলেহ উদ্দিন, মহিবুল্লাহ মারুফ, আনিসুর রহমান রায়হান, শামসুল ইসলাম মুকুল হেমায়েত বাদশা, কবির হোসন, মনির হোসেন, শাকিলসহ দুই শতাধিক আইনজীবী।

এর আগে, বায়তুল মোকাররম মসজিদের সামনে ইসলামী ঐক্যজোটের নেতাদের সঙ্গে একত্রিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

এফএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।