পল্টনের চাঞ্চল্যকর স্বর্ণ চোরাচালান মামলার আসামির জামিন


প্রকাশিত: ১০:১৬ এএম, ১৩ অক্টোবর ২০১৬

রাজধানীর পল্টনের চাঞ্চল্যকর স্বর্ণ চোরাচালান ও দেশি-বিদেশি মুদ্রা পাচার মামলার আসামি এসকে মোহাম্মাদ আলীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামি এসকে মোহাম্মদ আলীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদার। অবকাশকালীন বেঞ্চের কার্যতালিকায় মামলাটি আজ (বৃহস্পতিবার) ৭ নম্বারে ছিল।

২০১৪ সালে ৬১ কেজি স্বর্ণ ও ৩৯ কোটি ৭০ লক্ষ্য দেশি-বিদেশি মুদ্রাসহ রাজধানীর পল্টন থেকে আটক হয় এসকে মোহাম্মাদ আলী।  এ ঘটনায় শুল্ক কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ওই বছরের ২৬ ডিসেম্বর বিশেষ আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার অপর আসামি সিরাজগঞ্জ সদর উপজেলা জেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন জামিনে আছেন। কিন্তু এসকে মোহাম্মাদ আলী আটকের পর থেকে কেরানীগঞ্জের কারাগারে আছে। এক আবেদনের শুনানির পর আজ তার জামিন মঞ্জুর করেন আদালত।

এফএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।