প্রাণভিক্ষার জন্য সর্বোচ্চ ৭ দিন সময় পাবেন মীর কাসেম


প্রকাশিত: ১১:০৯ এএম, ৩১ আগস্ট ২০১৬

মানবতাবিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ আদালত থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার জন্য সর্বোচ্চ সাতদিন সময় দেয়া হবে বলে জানিয়েছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

বুধবার বিকেলে কারা অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

আইজি প্রিজন বলেন, গতকাল রাতেই আমরা পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়েছি। সে রায়ের কপি রাতেই ঢাকা কেন্দ্রীয় কারাগার হয়ে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। আজ (বুধবার) সকাল সাড়ে ৭টায় রায়ের কপি মীর কাসেম আলীকে পড়ে শোনানো হয়।

তিনি বলেন, রায়ের কপি পড়ে শোনানোর পর রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো সুযোগ পাবেন না তিনি।

রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি চাইবেন না সে ব্যাপারে মীর কাসেম আলীর কাছে জানতে চাওয়া হয়েছে কিনা প্রশ্নের জবাবে আইজি প্রিজন বলেন, হ্যাঁ ক্ষমা চাইবেন কিনা তা জানতে চাওয়া হয়েছে। তিনি হ্যাঁ কিংবা না কোনো কিছুই এখনো জানাননি। তিনি সময় চেয়েছেন।

ক্ষমা চাওয়ার ক্ষেত্রে মীর কাসেম আলী সময় পাবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘অন্য যে কোনো দণ্ডপ্রাপ্ত অপরাধীর ন্যায় তিনিও কারা বিধি অনুযায়ী সুবিধা পাবেন। তিবি সর্বোচ্চ সাতদিন সময় পাবেন ক্ষমা চাওয়ারর ক্ষেত্রে।’

জেইউ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।