উদ্বেগের অবসান ঘটলো : অ্যাটর্নি জেনারেল


প্রকাশিত: ০৩:৫৮ এএম, ৩০ আগস্ট ২০১৬
ফাইল ছবি

জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর রাষ্ট্রের সর্বোচ্চ আইনি কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, উদ্বেগের অবসান ঘটলো। তিনি বলেন, এ রায় নিয়ে আমিও উদ্বিগ্ন ছিলাম, দেশবাসীও উদ্বিগ্ন ছিল।

মঙ্গলবার সকালে শতাধিক আইনজীবী, মুক্তিযোদ্ধা, দেশের বিশিষ্ট ব্যক্তি, দেশি-বিদেশি সংবাদকর্মীর উপস্থিতিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বধানী পাঁচ সদস্যের আপিলবেঞ্চ মীর কাসেমের রিভিউ আবেদন খারিজের আদেশ দেন। এর ফলে সর্বোচ্চ সাজাই বহাল থাকলো মীর কাসেমের।

অ্যাটর্নি জেনারেল বলেন, এই রায়ে দেশবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। আমি রায়ে সন্তুষ্ট, দেশবাসীও সন্তুষ্ট।

রিভিউয়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিষয়ে তিনি বলেন, শিগগিরিই প্রকাশ হবে। আপনার ওয়েবসাইটে খেয়াল রাখবেন।

অ্যাটর্নি জেনারেল আরো বলেন, এখন যদি সে রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থা করে তবে রায় কার্যকরের প্রক্রিয়া থেমে যাবে।

মঙ্গলবার সকালে মীর কাসেমের রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

এদিকে রায়ের বিষয়ে বেলা ১১টায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন মীর কাসেমের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।