দীপন হত্যা : স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শামীম


প্রকাশিত: ০১:১০ পিএম, ২৯ আগস্ট ২০১৬

জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার শামীম ওরফে সমীর ওরফে সিফাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন তিনি। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ছয়দিনের রিমান্ড শেষে আজ (সোমবার) তাকে আদালতে হাজির করেন মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান। এ সময় তার স্বেচ্ছায় জবানবন্দি রেকর্ড করার জন্য আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

গত ২৪ আগস্ট তাকে সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৩ আগস্ট দিবাগত রাতে টঙ্গী থেকে দীপন হত্যাকাণ্ডের প্রধান ও পুরস্কার ঘোষিত আসামি মইনুল হাসান শামীমকে (সাংগঠনিক নাম সিফাত, সামির, ইমরান) গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, গত বছরের ৩১ নভেম্বর শাহবাগের আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

জেএ/আরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।