গুলশানে হামলা : নর্থ সাউথের প্রো-ভিসিসহ ৩ জনের জামিন


প্রকাশিত: ১২:১৫ পিএম, ২১ আগস্ট ২০১৬

গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলাকারীদের বাড়িভাড়া দেয়া ও তথ্য গোপন রাখার দায়ে গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) গিয়াসউদ্দিন আহসানসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

বাকি আসামিরা হলেন- গিয়াসউদ্দিনের ভাগ্নে আলম চৌধুরী ও জঙ্গিদের বাড়িভাড়া দিয়ে মদদ দেয়া শিক্ষক মো. নুরুল ইসলাম।

এর আগে ১৭ জুলাই ঢাকা মহানগর হাকিম তসরুজ্জামান প্রত্যেককে আটদিন করে রিমান্ড প্রদান করেন।

১৬ জুলাই রাজধানীর বারিধারা থেকে গিয়াসউদ্দীন, ভাগ্নে আলম চৌধুরী ও ভবনের ম্যানেজার মাহবুবুর রহমান তুহিনকে জঙ্গিদের বাড়িভাড়া দিয়ে মদদ ও পুলিশকে তথ্য না দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়।

১৭ জুলাই একই অভিযোগে রাজধানীর শেওড়াপাড়া থেকে গ্রেফতার করা হয় নুরুল ইসলাম নামে এক ভবন মালিককে।

জেএ/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।