সেলিমা-বুলু-সোহেলসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


প্রকাশিত: ১০:২৫ এএম, ১৬ আগস্ট ২০১৬

মুগদা থানার নাশকতা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বরকতউল্লা বুলুসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম খোরশেদ আলম অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এই মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, একান্ত সচিব অ্যাডভোকেট শামসুজ্জামান শিমুল বিশ্বাস, আজিজুল বারী হেলাল, শিরিন সুলতানা ও কাই্য়ুম কমিশনার।

২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি মুগদা থানা এলাকায় নাশকতার অভিযোগে থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পরে ২০১৫ সালের ৮ জুলাই মুগদা থানার উপ-পরিদর্শক সাইফুল আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারসহ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এই মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ ১৫ জন জামিনে রয়েছেন।

জেএ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।