ডেসটিনির মামলা নিষ্পত্তির বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট


প্রকাশিত: ০৮:২১ এএম, ২৭ জুলাই ২০১৬

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে দুদকের করা মানি লন্ডারিং মামলা নিষ্পত্তি না করায় ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট।

আগামী ১১ আগস্ট নিম্ন আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার এ সংক্রান্ত এক আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

আদালতে আজ দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। তিনি জানান, ডেসটিনির ঊর্ধ্বতন কর্মকর্তা দিদারুল আলম গত ফেব্রুয়ারিতে হাইকোর্টে জামিন আবেদন করেন। হাইকোর্ট জামিন না দিয়ে এই মামলায় এক মাসের মধ্যে অভিযোগ গঠন ও এক বছরের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দেন।

কিন্তু সাড়ে ৩ মাস সময় পার হলেও আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে পারেনি ওই আদালত। এ বিষয়টি হাইকোর্টকে অবহিত করেন দুদকের আইনজীবী এবং মামলাটি অন্য আদালতে স্থানান্তরের আবেদন জানান তিনি। কিন্তু আদালত মামলাটি স্থান্তান্তরের আদেশ না দিয়ে মামলাটি নিষ্পত্তিতে বিলম্বের ব্যাখ্যা তলব করেন আদালত।

জানা যায়, অর্থপাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনসহ ডেসটিনির কর্মকর্তাদের বিরুদ্ধে কলাবাগান থানায় আলাদা দুটি মামলা করে দুদক। মামলায় তাদের বিরুদ্ধে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পাচার ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়।

এফএইচ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।