দুদকের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
![দুদকের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2016June/High-Court-medium20160726205512.jpg)
সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য দুর্নীতি দমন কমিশনের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন।
মঙ্গলবার বিচারপতি মো. রহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চে পৃথক দুটি রিট আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান ও ডেসটিনির পক্ষে ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।
শুনানির এক পর্যায়ে দুদক আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, ২০১২ সালে ডেসটিনির এমডিকে গ্রেফতার করেছেন। নোটিশ দিয়েছেন চলতি বছর। ৭ দিনের মধ্যে সম্পদের হিসাব দিতে বলা হয়েছে। একজন কারাবন্দি ব্যক্তির পক্ষে কি এই সময়ের মধ্যে সম্পদের হিসাব দেয়া সম্ভব?
খুরশীদ আলম খান বলেন, দুদক আইনে এই সময়ের কথা বলা হয়েছে। আদালত বলেন, অ্যান্টি করাপশন অ্যাক্ট-১৯৫৭ যখন বহাল ছিলো তখনও সম্পদের হিসাব দেওয়ার জন্য ৪৫ দিন সময় দেয়া হত।
দুদক আইনজীবী বলেন, ড. মহীউদ্দীন খান আলমগীরের মামলায় রিভিউর রায়ে আপিল বিভাগ বলে দিয়েছে কারাগারে থাকলেও সম্পদের নোটিশ দেয়া যাবে। আংশিক শুনানি শেষে হাইকোর্ট পরবর্তী শুনানির জন্য বুধবার দিন ধার্য্য করেন।
গত ১৫ জুন দুদক রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনকে সম্পদের হিসাব দাখিলের জন্য নোটিশ দেয়। পরে তারা হিসাব দাখিলের জন্য ১৫ দিন সময় চেয়ে আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে দুদক ৭ দিন সময় দেয়। কিন্তু গত ১৪ জুলাই এ সময় পেরিয়ে গেলেও তারা সম্পদের হিসাব দেয়নি। পরে তারা নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।
এফএইচ/এএইচ/আরআইপি