তারেকের আপিলের সুযোগ নেই : দুদক আইনজীবী


প্রকাশিত: ০৮:০৬ এএম, ২১ জুলাই ২০১৬

তারেক রহমান পলাতক তাই তার আপিল করার সুযোগ নেই বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদকের) আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাইকোর্টের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে তাকে আগে আত্মসমর্পণ করতে হবে। বিচারিক আদালতে আত্মসমর্পণের পরই তিনি এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন।

খুরশিদ আলম খান বলেন, এটাই আইনের বিধান। আইনে পলাতক ব্যক্তির আপিলের সুযোগ নেই।

বৃহস্পতিবার অর্থপাচার মামলায় তারেক রহমানকে সাত বছরের সাজা ও ২০ কোটি টাকা জরিমানা করে হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে আপিলের কথা বলেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা বলেছেন, আমরা সর্বোচ্চ আদালতে আপিল করব। আমরা ন্যায়বিচার পাব বলে আশা করছি।

এ বিষয়ে খুরশীদ আলম খান বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আদালতে যে রায় দেবে তা সকলকেই মানতে হবে। তারেক রহমানকে আপিল করতে হলে তাকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে হবে। এরপর কারাগার থেকে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন তারেক রহমান।

খুরশীদ আলম খান বলেন, এ রায়ে প্রমাণিত হলো এ দেশে কেউ আইনের ঊর্ধে নয়। কেউ যদি আইন অমান্য করে তার বিরুদ্ধে আইন অনুসারে বিচার হবে।’

তিনি আরও বলেন, ‘আদালত পুলিশকে নির্দেশ দিয়েছেন ওনাকে (তারেক) গ্রেফতার করার জন্য। এ রায় কার্যকর হবে উনি (তারেক) যেদিন গ্রেফতার হবেন অথবা আত্মসমর্পণ করবেন সেদিন থেকে।

তারেক রহমান আপিল করতে পারবেন কি না এ প্রশ্নের জবাবে খুরশীদ আলম খান বলেন, ‘উনি আপিল করতে পারবেন যদি আত্মসমর্পণ করে জেলে যান। সেটা ৩০ দিনের মধ্যে করতে হবে।

এফএইচ/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।