পূর্তমন্ত্রী মোশাররফকে আত্মসমর্পণের নির্দেশ


প্রকাশিত: ০৫:৫৭ এএম, ২১ জুলাই ২০১৬

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে দুদকের করা মামলার স্থগিতাদেশ তুলে নিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। আদালতে গণপূর্তমন্ত্রীর পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান জাগো নিউজকে বলেন, ‘গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আইনজীবীরা হাইকোর্টে এই মামলাটি চালাবেন না বলে জানান। তাই আদালত মামলার কার্যক্রমের ওপর পূর্বের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন।’

তিনি আরো জানান, ‘একইসঙ্গে তাকে ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। আর দুদককে এই মামলার তদন্ত কার্যক্রম চালানোর জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। তাই এখন এই মামলার তদন্ত চালাতে দুদকের জন্য কোনো অসুবিধা থাকল না।’

জানা যায়, ২০০৭ সালের ২৫ নভেম্বর রমনা থানায় তিন কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে রমনা থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তদন্তাধীন থাকা অবস্থায় ২০০৮ সালের ২৭ আগস্ট মামলা স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। সেই থেকে এতদিন মামলার কার্যক্রম স্থগিত ছিল। আজ (বৃহস্পতিবার) তার আইনজীবী আবদুল মতিন খসরু মামলা চালাবেন না বলে আদালতকে জানান। তাই আদালত মামলার ওপর থেকে স্থগিত প্রত্যাহার করে তাকে আত্মসমর্পণের এই নির্দেশ দেন।

এফএইচ/এনএফ/এবিএস/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।