ডাক্তার-নার্সদের ধর্মঘট কেন অবৈধ নয় : হাইকোর্ট


প্রকাশিত: ০৮:৪৬ এএম, ৩০ মে ২০১৬

নাগরিকের জীবন রক্ষার্থে চিকিৎসক ও নার্সদের কর্তব্যকালিন সময়ে ধর্মঘট ডাকা কেন বে-আইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম শাহিদুল হকের সমন্বেয় গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

একইসঙ্গে (ডিউটি) কর্তব্য পালন করার সময়ে ডাক্তার নার্সদের এ ধরণের ধর্মঘট ডাকা বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বে-আইনি ও অবৈধ ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চেয়েছেন আদালত। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রোগীর আত্মীয়-স্বজন কর্তৃক চিকিৎসক ও নার্সদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেয়া হবে না মর্মেও রুল জারি করেছেন আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ ২৩ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছ।

নাগরিকদের জীবন রক্ষা ও রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে ডাক্তার ও নার্সদের ধর্মঘট বন্ধের নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর পক্ষে গত রোববার হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ।

আবেদনে ডাক্তার ও নার্সদের ধর্মঘট ডাকার পেছেনে যারা দায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়াও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে ডাক্তার-নার্সরা দায়িত্ব পালনকালে ধর্মঘট বা কর্মবিরতি করেন কি না, প্রতি সপ্তাহে দুইবার তা পরিদর্শন করতে নির্দেশনা জারির আবেদন করা হয়।

রিট দায়েরকারী মনজিল মোরসেদ জানান, ডাক্তার-নার্সরা নানা কারণে বিভিন্ন সময়ে ধর্মঘট ও কর্মবিরতিতে যান। হাসপাতালে ডাক্তার ও নার্সদের এসব ধর্মঘট ও কর্মবিরতির ফলে দেশের বিভিন্ন হাসপাতালে রোগীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। এ বিষয়ে পত্রিকায় বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রেক্ষাপটে হাইকোর্টে আমরা রিটটি করেছি।

এফএইচ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।