অসত্য খবর প্রকাশের নিন্দা ও প্রতিবাদ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের

দেশের গণমাধ্যমে বিভ্রান্তিকর, অসত্য ও উদ্দেশ্যেপ্রণোদিত খবর প্রকাশের প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। শনিবার (১২ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ রানার সই করা চিঠিতে এ প্রতিবাদ জানানো হয়।
ওই চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন ও প্রচারে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে।
চিঠিতে মাসুদ রানা বলেন, ১০ এপ্রিল দেশের একটি সংবাদ মাধ্যমে চিফ প্রসিকিউটর ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি যে বক্তব্য দিয়েছেন তা একটি সংবাদ মাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
মাসুদ রানা আরও বলেন, চিফ প্রসিকিউটরের উদ্ধৃতি দিয়ে ‘সঠিক বিচার করলে বাহিনীগুলোর সিনিয়র জেনারেলের সংখ্যা থাকবে না’ মর্মে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা নিতান্ত বিভ্রান্তিকর, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি। বরং সংশ্লিষ্ট প্রতিবেদক বক্তব্যের কনটেন্ট বুঝতে না পেরে বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন।
প্রশাসনিক কর্মকর্তা আরও বলেন, আমরা সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে এ সংবাদ প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি এবং একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সাবধানতা অবলম্বন ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
এফএইচ/এমআইএইচএস/জেআইএম