গণহত্যার মামলা

সাবেক এমপি ফজলে করিমকে জিজ্ঞাসাবাদের অনুমতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ০৮ এপ্রিল ২০২৫

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি ফজলে করিমকে আগামী ১৬ এপ্রিল তদন্ত সংস্থার সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। বাকি সদস্যরা হলেন-বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিকে, একই ঘটমায় চট্টগ্রামের যুবলীগ নেতা অস্ত্রধারী ফিরোজকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। সকালে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

আদালত সূত্র জানায়, জুলাই-আগস্ট আন্দোলনে গণহত্যা মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে গত ১৬ ফেব্রুয়ারি কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। একই সঙ্গে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ এপ্রিল দিন ধার্য করা হয়। তরই ধারাবাহিকতায় আজ তাকে আদালতে আনা হয়েছে।

ওইদিন শুনানিতে আবদুল্লাহ আল নোমান বলেছিলেন, গণ-অভ্যুত্থানে চট্টগ্রাম মহানগরে ছাত্র-জনতার ওপর ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে হামলা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার প্রাথমিক প্রমাণ মিলেছে।

শুনানিতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন এম আবদুল কাইয়ুম। তিনি বলেন, ট্রাইব্যুনালের সঙ্গে কথা বলতে চান ফজলে করিম। ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। পরে ট্রাইব্যুনালকে তিনি জানান, তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরে হামলাসহ হত্যার অভিযোগ আনা হলেও কখনো এই শহরে রাজনীতি করেননি তিনি।

এফএইচ/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।