যমুনা ব্যাংকের এসএভিপি প্রশান্ত কুমারের ৯ হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ০৭ এপ্রিল ২০২৫
ফাইল ছবি

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় যমুনা ব্যাংক পিএলসির যশোর শাখার এসএভিপি প্রশান্ত কুমার দাসের নামে ব্যাংকটিতে থাকা ৯টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ৫৪ লাখ ৫১ হাজার ৯৮৮ টাকা জমা রয়েছে।

সোমবার (৭ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে বলা হয়, যমুনা ব্যাংক পিএলসির যশোর শাখার এসএভিপি অভিযুক্ত প্রশান্ত কুমার দাসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংকটির ১০ কোটি টাকা আত্মসাৎ, ভারতে অর্থপাচার এবং নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।

অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির ৯টি ব্যাংক হিসাবে ৫৪ লাখ ৫১ হাজার ৯৮৮ টাকার অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

দুদকের আবেদনে আরও বলা হয়, এসএভিপি প্রশান্ত কুমার দাস এসব ব্যাংক হিসাবে জমা করা টাকা উত্তোলন, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করতে পারেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে বর্ণিত টাকা উত্তোলন, স্থানান্তর বা বেহাত হলে পররবর্তীসময়ে এসব টাকা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। তাই বর্ণিত ব্যাংক হিসাবে জমা করা টাকা অবরুদ্ধ করা আবশ্যক।

এমআইএন/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।