হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা আলমগীর কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৬ এপ্রিল ২০২৫

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে আব্দুল কাদির ওরফে মানিক হত্যা মামলায় উত্তরখান থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে (৪৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রোববার (৬ এপ্রিল) আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা ও উত্তরা পূর্ব থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার আলমগীর হোসেনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলার মূল নথি না থাকায় বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে মূল নথি প্রাপ্তি সাপেক্ষে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে বিচারক আদেশে উল্লেখ করেন।

এর আগে শুক্রবার (৪ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে উত্তরখান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় রড-সিমেন্ট দোকানের কর্মচারী আব্দুল কাদির ওরফে মানিক বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রাহিমা আক্তার বাদী হয়ে গত ২৬ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা করেন।

এমআইএন/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।