গরমে কোট-গাউন পরতে হবে না নিম্ন আদালতের বিচারক-আইনজীবীদের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১১ পিএম, ২৪ মার্চ ২০২৫
ফাইল ছবি

গরমের কারণে অধস্তন আদালতের বিচারক ও আইনজীবীদের পোশাক পরিধান নীতি স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট। ফলে মামলার বিচারিক কাজ চলার সময় বিচারক ও আইনজীবীদের আপাতত কালো কোট ও গাউন পরতে হবে না। আগামী ৬ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। আর তা চলবে এ সংক্রান্ত পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত।

সোমবার (২৪ মার্চ) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

দেশব্যাপী চলমান তাপপ্রবাহের কারণে বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব দেওয়ানি ও ফৌজদারি আদালত/ট্রাইব্যুনালগুলোর বিচারকরা এবং আইনজীবীরা ক্ষেত্র মতো সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার-কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন।

এ ক্ষেত্রে কালো কোট ও গাউন পরার আবশ্যকতা নেই। গরমে আদালতে বিচারক ও আইনজীবীদের প্রচলিত পোশাক পরিধান নীতি পরিবর্তনের দাবি আইনজীবীদের সঙ্গে জানিয়ে আসছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এফএইচ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।