দুই মাসের মধ্যে আত্মসমর্পণ করবেন খালেদা


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২৫ মে ২০১৬

হাইকোর্টের রায় অনুযায়ী আগামী দুই মাসের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিম্ন (বিচারিক) আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও তার আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

বুধবার বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর এক প্রতিকৃয়াই এ কথা জানান তিনি।
 
তিনি বলেন, মন্ত্রিসভার ক্রয় কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতেই তৎকালীন প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী তাদের সম্মতি দেন।  এখানে দুর্নীতির কোনো বিষয় নেই। কারণ সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে রুলস অব বিজনেস অনুয়ায়ী মন্ত্রিসভার ক্রয় কমিটির প্রস্তাবে সম্মতি দিতে হয়।

খোকন অভিযোগ করে বলেন, বর্তমান সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা চলমান রেখে রাজনীতি করতে চাচ্ছে। কারণ সরকারের কোনো জনসমর্থন নেই। মামলাই হচ্ছে সরকারের একমাত্র অস্ত্র।

তিনি বলেন, আমরা মনে করি খালেদা জিয়ার বিরুদ্ধে এই মিথ্যা মামলা চলতে পারে না। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে আপিল আবেদন করা হবে।

এফএইচ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।