নারী সাংবাদিককে ধর্ষণ: মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের নিন্দা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩০ এএম, ২০ মার্চ ২০২৫
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন- এমএসএফ

গত ১৭ মার্চ রাজধানীর মিরপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক নারী সাংবাদিক। এ ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশে করছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

ঘটনাটি মানবাধিকারের চরম লঙ্ঘন বিধায় তদন্ত সাপেক্ষে দায়ী ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে এমএসএফ।

বিজ্ঞাপন

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী রাজধানীতে একটি পত্রিকায় কাজ করেন। মাটিকাটা এলাকায় নির্মাণাধীন এক ভবনে অশ্লীল ভিডিও ধারণ করা হচ্ছে, এমন খবর পেয়ে নারী সাংবাদিক সেখানে যান। ঘটনাস্থলে পৌঁছানো মাত্র কয়েকজন যুবক তাকে ধরে এলোপাতাড়ি পিটিয়ে টেনেহিঁচড়ে বারনটেকের গ্রিন সিটি এলাকার এক নির্মাণাধীন ১২ তলা ভবনের তৃতীয় তলায় নিয়ে যান। এরপর তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) মনে করে বিদ্যমান সংকটাবস্থায় সাংবাদিকরা দেশের জনগণকে ও সরকারের বিভিন্ন পর্যায়ে তথ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ সময়ে সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত ঘটনা দেশের নিরাপত্তাহীনতার বিষয়টিকে কঠিনভাবে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএসএফ মনে করে, নারী ও সাংবাদিকের সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত ছিল তা বাস্তবিক অর্থে দৃশ্যমান হচ্ছে না, যা অত্যন্ত উদ্বেগজনক। এক্ষেত্রে অভিযুক্তদের গ্রেফতার করে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

এফএইচ/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।