৬ ড্রাইভারের চাকরিচ্যুতি

৬ ডিসি ও ৬ ইউএনওকে আদালত অবমানার নোটিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১৮ মার্চ ২০২৫
ফাইল ছবি

দেশের বিভিন্ন ইউএনও অফিসে মাস্টার রোলে (দৈনিক মজুরি ভিত্তিতে) কর্মরতদের স্থায়ীকরণে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির সময় ছয়জন ড্রাইভারের চাকরি সংরক্ষণে দেওয়া আদেশ প্রতিপালন না করায় আদালত অবমাননার নোটিশ জারি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

২০২১ সালের দেওয়া আদেশ কেন প্রতিপালন করা হয়নি, সেই মর্মে জারি করা আদালত অবমাননার নোটিশের জবাব দিতে সংশ্লিষ্টদের আদেশ দেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

যানবাহন অধিদপ্তরের লিভ টু আপিল শুনানির সময় মঙ্গলবার (১৮ মার্চ) সুপ্রিম কোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম ও মোহাম্মদ আলী জিন্নাহ। তাদের সহযোগিতা করেন রিটকারীদের আইনজীবী আবদুস সাত্তার (পালোয়ান)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রিটকারীপক্ষের আইনজীবী আদেশের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, এ মামলা আপিল চলাকালীন আপিল বিভাগের ২০২১ সালের ২১ এপ্রিল পদ সংরক্ষণ আদেশ অমান্য করে ছয়জন ড্রাইভারকে চাকরিচ্যুত করায় জেলা প্রশাসক (ডিসি) ও ইউএনওসহ সংশ্লিষ্টদের আদালত অবমাননার জবাব দিতে বলা হয়েছে।

সরকারের পরিবহন পুল কমিশনার ও ডাইরেক্টর, লক্ষ্মীপুর, বরগুনা, দিনাজপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম ও রংপুরের জেলা প্রশাসক এবং ছয়জন ইউএনওকে বিবাদী করা হয়েছে।

এফএইচ/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।